৳ ৫৪০ ৳ ৪৫৯
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
শুধু আফ্রিকায় নয়, বিশ্বের মানুষকে শােকাক্রান্ত করে নেলসন ম্যান্ডেলা মৃত্যুবরণ করেন ৫ ডিসেম্বর ২০১৩। তাঁর মৃত্যুর ছয় মাস আগে এই বইটির অনুমােদন দেন তিনি। তাঁর মৃত্যুর পর এই স্মারকগ্রন্থটি প্রকাশ করার জন্য প্রস্তুত করে নেলসন ম্যান্ডেলা ফাউণ্ডেশন ও তার লিটারেরি এ্যাজেন্ট পি.কিউ বাকওয়েল। অস্কুর প্রকাশনী তাঁর মৃত্যুর পূর্বেই বইটি প্রকাশের অনুরাোধ পায় তাঁর লিটারেরি এ্যাজেন্টের কাছ থেকে। নেলসন ম্যান্ডেলা, তাঁকে কী ভাবে স্মরণ করা হবে, স্মারক গ্রন্থটি নিজেই দেখে যেতে চেয়েছিলেন কারণ তিনি চাইতেন না যে তাঁকে অতিরিক্ত বিশেষণে অভিসিক্ত করা হােক। তাঁর মতাে বিনয়ী রাজনীতিক খুব কমই ইতিহাসে পাওয়া যাবে। তাঁর ত্যাগ, নিষ্ঠা ও জীবন আদর্শ তাঁকে ঋষি পুরুষে অধিষ্ঠিত করেছে। যদিও তিনি নিজেকে ঋষি পুরুষ কখনাে মনে করেন নি। কখনো তিনি নিজেকে জাতির পিতাও মনে করেন নি। তাঁর প্রতি বিশেষণ ব্যবহার হলে বিরক্তই শুধু হতেন না, ভর্ৎসনাও করতেন। তিনি নিজের চেয়ে তার সহকর্মীদের অবদানের কথা বেশি করে বলতেন। তিনি কখনাে আমি বলতেন না, বলতেন আমরা। তিনি নিজের সম্পর্কে বলতেন, আমি গৌরব বােধ করতে পারি এমন কোনো আমার অর্জন নাই। তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (এএনসি) যোগ দিয়েই নতুন নতুন পরিকল্পনা দিয়ে দলে প্রাণসঞ্চার করেন। লাগাতার আন্দোলন করে, দীর্ঘ আঠাশ বছর কারাভােগ করে সকলের ভােটাধিকার সহ নাগরিক অধিকার অর্জন করেন ও ম্যান্ডেলা দেশের প্রথম সাধারণ নির্বাচনের পর শেতাঙ্গদের দল ও উগ্র-অশ্বেতাঙ্গ গােষ্ঠীর সঙ্গে মিলে জাতীয় ঐক্যমতের গণতান্ত্রিক সরকার গঠন করেন। মাত্র এক-মেয়াদ সম্পন্ন করেই প্রেসিডেন্টের পদ থেকে বিদায় নেন নেলসন ম্যান্ডেলা। এই স্বল্প সময় রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে দক্ষিণ আফ্রিকার চরম বর্ণবাদী শাসনব্যবস্থাকে তিনি গণতান্ত্রিক শাসনব্যবস্থায় উন্নীত করেন, যাতে প্রতিফলন ঘটে তাঁর অসাধারণ প্রজ্ঞা আর রাজনৈতিক দূরদর্শিতা। তিনি 'এক নতুন দক্ষিণ আফ্রিকা গড়ে তােলার পথ উন্মুক্ত করেন।
Title | : | অ্যা পোর্স্ট্রেস ইন ওয়ার্ডস অ্যান্ড পিকচারস্ |
Author | : | নেলসন ম্যান্ডেলা |
Translator | : | সুমন কায়সার |
Publisher | : | অংকুর প্রকাশনী |
ISBN | : | 9844644364 |
Edition | : | 2014 |
Number of Pages | : | 139 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
নেলসন ম্যান্ডেলা জন্ম: জুলাই ১৮, ১৯১৮ সালে । নেলসন ম্যান্ডেলা থেম্বু রাজবংশের ক্যাডেট শাখায় জন্মগ্রহণ করেন। থেম্বু রাজবংশ দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশের ট্রান্সকেই অঞ্চলের শাসক। তাঁর জন্ম হয় ট্রান্সকেই এর রাজধানী উমতাতার নিকটবর্তী ম্ভেজো গ্রামে। তাঁর প্রপিতামহ ছিলেন নগুবেংচুকা (মৃত্যু ১৮৩২), যিনি ছিলেন থেম্বু জাতিগোষ্ঠীর ইনকোসি এনখুলু অর্থাৎ রাজা।এই রাজার পুত্র ম্যান্ডেলা হলেন নেলসন ম্যান্ডেলার পিতামহ। নেলসনের বংশগত নাম ম্যান্ডেলাই এই পিতামহ থেকেই পাওয়া। তবে নেলসনের পিতামহী ইক্সহিবা গোত্রের হওয়ায় রীতি অনুযায়ী তাঁর শাখার কেউ থেম্বু রাজবংশে আরোহণ করার অধিকার রাখেন না । ম্যান্ডেলার বাবা গাদলা হেনরি মপাকানইসা ম্ভেজো গ্রামের মোড়ল হিসাবে দায়িত্ব পালন করেন। তবে ঔপনিবেশিক শাসকদের বিরাগভাজন হওয়ার পরে তারা ম্যান্ডেলার পিতাকে পদচ্যুত করে। তিনি তখন তার পরিবারসহ কুনু গ্রামে বসতি স্থাপন করেন। তবে তা সত্ত্বেও ম্পাকানইসা ইনকোসিদের প্রিভি কাউন্সিলের সদস্য ছিলেন এবং থেম্বুর শাসনকর্তা হিসাবে জোঙ্গিন্তাবা দালিন্দ্যেবোকে নির্বাচিত করায় ভূমিকা রাখেন। ম্পাকানইসার মৃত্যুর পর দালিন্দ্যেবো ম্যান্ডেলাকে পোষ্যপূত্র হিসাবে গ্রহণ করেন। ম্যান্ডেলার পিতা ম্পাকানইসার ছিল চারজন স্ত্রী, ও সর্বমোট ১৩টি সন্তান (৪ পুত্র, ৯ কন্যা)। ম্যান্ডেলার মা ছিলেন ম্পাকানইসার ৩য় স্ত্রী নোসেকেনি ফ্যানি। ফ্যানি ছিলেন ম্পেম্ভু হোসা গোত্রের ন্কেদামার কন্যা। মাতামহের বাড়িতেই ম্যান্ডেলার শৈশব কাটে। তাঁর ডাক নাম "রোলিহ্লাহ্লা"র অর্থ হলো "গাছের ডাল ভাঙে যে", অর্থাৎ "দুষ্টু ছেলে"। ম্যান্ডেলা তাঁর পরিবারের প্রথম সদস্য যিনি স্কুলে পড়াশোনা করেছেন। স্কুলে পড়ার সময়ে তাঁর শিক্ষিকা ম্দিঙ্গানে তাঁর ইংরেজি নাম রাখেন "নেলসন"। তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এর আগে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র সংগঠন উমখন্তো উই সিযওয়ের নেতা হিসাবে বর্ণবাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৬২ খ্রিস্টাব্দে তাঁকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার গ্রেপ্তার করে ও অন্তর্ঘাতসহ নানা অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ম্যান্ডেলা ২৭ বছর কারাবাস করেন। এর অধিকাংশ সময়ই তিনি ছিলেন রবেন দ্বীপে। ১৯৯০ খ্রিস্টাব্দের ১১ ফেব্রুয়ারি তিনি কারামুক্ত হন। এর পর তিনি তাঁর দলের হয়ে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেন। এর ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটে এবং সব বর্ণের মানুষের অংশগ্রহণে ১৯৯৪ খ্রিস্টাব্দে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা তাঁর গোত্রের দেয়া মাদিবা নামে পরিচিত। গত চার দশকে ম্যান্ডেলা ২৫০টিরও অধিক পুরস্কার পেয়েছেন। এর মধ্যে রয়েছে ভারত সরকার প্রদত্ত ১৯৯০ খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কার ১৯৯৩ খ্রিস্টাব্দে নোবেল শান্তি পুরস্কার। তাছাড়াও তিনি ১৯৮৮ সালে শাখারভ পুরস্কারের অভিষেক পুরস্কারটি যৌথভাবে অর্জন করেন। তিনি ৫ ডিসেম্বর ২০১৩ , ৯৫ বছর বয়সে মৃত্যু বরণ করেন।
If you found any incorrect information please report us